আমি কাঁদতে চাই
আমি কাঁদতে চাই।
আমায় দু:খ দাও তোমরা-
মন ভরে
ইচ্ছে মতো
যেমন খুশি
কোনো বাঁধা নেই
আঘাত করো
ব্যাথা দাও
কষ্ট দাও
পারলে মুখে বিষ ঢেলে দাও
কিছু মনে করব না,
আমি নিজেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই।
প্রিয়ার চোখের জল দেখেও কাঁদিনি-
তাই আমার বাড়িঘর সর্বস্ব কেড়ে নিয়ে
আমায় দেশ থেকে বহিষ্কার করো,
আমি মন ভরে কাঁদব।
Subscribe
Login
0 Comments