Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তুমি একটিবার আমায় ভালোবাসো – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি একটিবার আমায় ভালোবাসো,
শুধু একটিবার।

তুমি শীতকাল ভালোবাসো।
আমি গোটা হিমালয় তোমার নামে লিখে দেবো,
তুমি সেখানে মনের সুখে দিন কাটিয়ো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।

তুমি ঘুরতে ভালোবাসো।
আমি দেবরাজ ইন্দ্রের ময়ূরপঙ্খী যান
যেখান থেকেই হোক খুঁজে এনে তোমায় দেবো,
তুমি তাতে চড়ে সারা পৃথিবী ঘুরে দেখো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।

তুমি মেঘ গায়ে মাখতে ভালোবাসো।
আমি আকাশের সব মেঘ দিয়ে অলঙ্কার বানিয়ে তোমায় সাজিয়ে দেবো,
তুমি সপ্তম আশ্চর্যের থেকেও আকর্ষণীয় হয়ে উঠবে-
শুধু একটিবার আমায় ভালোবাসো।

তুমি জ্যোৎস্না ভালোবাসো।
আমি চাঁদকে তোমার ঠিকানা দিয়ে দেবো
প্রতি রাতে তোমার ঘরে আসবে,
তুমি অত আলো তখন নিজের মতো করে সামলিও-
শুধু একটিবার আমায় ভালোবাসো।

তুমি আর বাকি যা যা ভালোবাসো
আমি সব পূরণ করে দেবো,
পারলে তোমায় স্বর্গ মর্ত্য পাতালের রাণী করে রাখবো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/০৭/২০২৩

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 179Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।