ধুলো – অর্ঘ্যদীপ চক্রবর্তী
তুমি আমি আছি মুখোমুখি
অথচ কত দূরত্ব আমাদের মাঝে,
দিনের পর দিন এই দূরত্ব আরো বাড়ছে।
আমি দেখি তোমাকে
তুমি দ্যাখো আমাকে।
আমরা ভালোবাসি একে অপরকে আবার
আমাদের ভালোবাসে ধুলো,
তাই আমাদের উপর অবাধে সাম্রাজ্য বাড়িয়ে চলেছে- আমরা নির্বিকার।
একশ বছর পরে হয়ত
আর আমি দেখতে পারব না তোমাকে,
তুমি আমাকে- মুখোমুখি থেকেও।
ধুলোর পাহাড়ে ঢেকে যাব না?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/০৬/২০২৩
বারুইপুর
Subscribe
Login
0 Comments