প্রশ্ন – অর্ঘ্যদীপ চক্রবর্তী
মেঘের রঙ কালো বলে তাকে ভালোবাসব না?
হৃদয় তো রক্তে ভরা তবে তাকে কেন এত পছন্দ করো?
সূর্যের প্রচন্ড উত্তাপে খাল পুকুর শুকিয়ে যায়,
তবুও ওর গ্ৰহণ লাগলে ইষ্টনাম জপি না?
আঁধারে জোনাকি আলো দিলে তার প্রতি কৃতজ্ঞ হই না?
কেন কাঁদ বিকেলের বিদায়ে, উপহার তো পাবে প্রেমময় রজনী,
প্রেমের প্রতীক গোলাপকে কেন ভালোবাস
যার গায়ে অজস্র কাঁটার বাস?
পাঁকেই তো থাকে দুর্গন্ধ,
তবু তাতে ফোটা পদ্ম দেখলে,
তুলে নেওয়ার সাধ জাগে না?
নূপুর থাকে তো পায়ে,
তবু তার ঝুমঝুমে কা’র আগমন হচ্ছে বুঝতে পারি না?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫ই জুন,২০২৩,বিকেল ৫টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments