Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বৈতরণী – অর্ঘ্যদীপ চক্রবর্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মনের পাখি উড়ে গেছে,
যদিও খুলিনি খাঁচা।
সময়ের টানে-
বৈতরণীতে আপনি ভাসায় ভেলা।

সঙ্গের সাথী নেই অন্য পাখি,
একাই যেতে হবে নিজ বাস ছাড়ি।
ডাকছেন তিনি যে-
ভেবে মন পায় ক্ষণিক ভরসা।
তবু শুন্য খাঁচা নিঃশব্দে কেঁদে ওঠে,
ধূলায় মিশে থাকে পালক-
অশ্রুর বাঁধ মানেনা তা দেখে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬জুন,২০২৩,বেলা ১১টা, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 179Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।