বৈতরণী – অর্ঘ্যদীপ চক্রবর্তী
মনের পাখি উড়ে গেছে,
যদিও খুলিনি খাঁচা।
সময়ের টানে-
বৈতরণীতে আপনি ভাসায় ভেলা।
সঙ্গের সাথী নেই অন্য পাখি,
একাই যেতে হবে নিজ বাস ছাড়ি।
ডাকছেন তিনি যে-
ভেবে মন পায় ক্ষণিক ভরসা।
তবু শুন্য খাঁচা নিঃশব্দে কেঁদে ওঠে,
ধূলায় মিশে থাকে পালক-
অশ্রুর বাঁধ মানেনা তা দেখে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬জুন,২০২৩,বেলা ১১টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments