যদি পাহাড় হতে পারতাম
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব আনন্দে থাকতাম।
দুনিয়ার সকল মানুষ আমায় দেখতে আসতো,
আমার কত ছবি তুলে কাছে রাখতো।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব সুখী হতাম।
হালকা হালকা মেঘেরা ধাক্কা দিত গায়ে এসে,
ছোট্ট ঝর্ণা ঝরাতাম নিজের মাথা থেকে।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে আমার নাম সবার মুখে থাকতো।
দেখা দিতাম মাইলের পর মাইল দূর থেকে-
সবাই বলত, “ঐ যে দেখা যাচ্ছে”।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব মহান হতাম।
দেহে আমার হাজারো গাছ জন্মাতো,
তখন নাম না জানা কত পশু পাখি এসে বাস করতো।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে বিখ্যাত হয়ে যেতাম।
আমায় ঘিরে গড়ে উঠত ভ্রমণ স্থান,
সারাবছর লোক সমাগম হতো খুশিতে ভরতো
এ মন প্রাণ।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে কোনো নদীর জন্মদাতা হিসেবে
জায়গা পেতাম পুস্তকে।
যদি পাহাড় হতে পারতাম,
তাহলে ধন্য হতাম।
প্রতিষ্টা হতো কত উপাসনালয় আমার বুকে-
স্বয়ং ঈশ্বর থাকতেন যে আমার কাছে।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫মে,২০২৩,বেলা১১টা, বারুইপুর