যদি পাহাড় হতে পারতাম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব আনন্দে থাকতাম।
দুনিয়ার সকল মানুষ আমায় দেখতে আসতো,
আমার কত ছবি তুলে কাছে রাখতো।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব সুখী হতাম।
হালকা হালকা মেঘেরা ধাক্কা দিত গায়ে এসে,
ছোট্ট ঝর্ণা ঝরাতাম নিজের মাথা থেকে।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে আমার নাম সবার মুখে থাকতো।
দেখা দিতাম মাইলের পর মাইল দূর থেকে-
সবাই বলত, “ঐ যে দেখা যাচ্ছে”।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে খুব মহান হতাম।
দেহে আমার হাজারো গাছ জন্মাতো,
তখন নাম না জানা কত পশু পাখি এসে বাস করতো।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে বিখ্যাত হয়ে যেতাম।
আমায় ঘিরে গড়ে উঠত ভ্রমণ স্থান,
সারাবছর লোক সমাগম হতো খুশিতে ভরতো
এ মন প্রাণ।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে কোনো নদীর জন্মদাতা হিসেবে
জায়গা পেতাম পুস্তকে।

যদি পাহাড় হতে পারতাম,
তাহলে ধন্য হতাম।
প্রতিষ্টা হতো কত উপাসনালয় আমার বুকে-
স্বয়ং ঈশ্বর থাকতেন যে আমার কাছে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫মে,২০২৩,বেলা১১টা, বারুইপুর

0

Publication author

0
আমার ভালো নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 2Publics: 59Registration: 18-04-2023
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।