শ্যামা মা তুই ছাড়া বড্ড একা লাগে আমার
শ্যামা মা তুই ছাড়া বড্ড একা লাগে আমার।
কাছে থাক না মা তুই
থাকলে পরে আনন্দে ভরে ওঠে প্রাণ আমার।
তুই কাছে না থাকলে-
মনে হয় আমার জীবন ভরা শুধু
কষ্ট বেদনা হাহাকারে।
শ্যামা মা তুই ছাড়া বড্ড ফাঁকা লাগে এ জীবন
তুই কাছে থাকলে হাসিমুখেও করতে পারি মরণকে বরণ।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কৃষ্ণনগর, নদীয়া, ১লা মে ২০২৩
Subscribe
Login
0 Comments