সত্য আর আসবে না
দুনিয়াটা আর দুনিয়া নেই,
পুরোটা ভরে গেছে বিষের ধোঁয়াতে।
পাপীদের রাজত্ব হয়েছে শুরু,
সাধুরা বলির পাঁঠা।
বাতাস ভরেছে রক্তলোভীদের শয়তানি চিৎকারে,
সারা মাটি ভরেছে ধর্ষিতা বোনের রক্তেভেজা কাপড়ে।
কোথায় যেন কর্পূরের মতো উবে গেল প্রতিবাদের হুংকার,
সত্যের হয়ে লড়লে পরে আসছে বাঘের থাবা।
ভোগীরা জারজরা এক হয়েছে সারা বিশ্ব জুড়ে,
নির্ভীকরা সাহসীরা খাচ্ছে বাঁশ পেটা নির্মম সমাজ থেকে।
সত্য আর আসবেও না নতুন ভোর থেকে,
সূর্যের রক্ত আর্তনাদের রক্ত এক হয়ে গেছে যে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮মে,২০২৩,সকাল ৭টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments