আমার যন্ত্রনার কথা
![]()
তোমায় পাব না জেনেও
তোমায় ভালোবেসে যাচ্ছি
তোমায় নিজের করে নিচ্ছি।
কী করব বলো?
তোমায় যে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল
আর ভুলতে পারিনি
তোমায় সেই থেকে ভালোবেসে যাচ্ছি
আজও একইভাবে ভালোবেসে যাচ্ছি।
কিন্তু আমি জানি,
তুমি কোনোদিন আমার হবে না
আমায় ভালোবাসবে না।
তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
সেদিন তুমি একা ছিলে না
তুমি যাচ্ছিলে তোমার ভালোবাসার মানুষটির সাথে হাতে হাত রেখে
আমার পাশ দিয়েই চলে গেলে….।
আজও সেই দিনটার কথা মনে পড়ে,
তোমার অমন সুন্দর খোলা চুল
ভোরের স্নিগ্ধ বাতাসের মতো মিষ্টি মুখ
আর রঙিন ফুল বাগানে ফুটলে যেমন অপরূপ দেখায় তেমন হাসি….
সেই দেখেই আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম
সেই একবারই দেখা
তাও তুমি আমাকে দেখোনি
আমিই শুধু দেখেছি তোমায়
এরপর আর কোনোদিন দেখা হয়নি তোমার সাথে আর।
কিন্তু ঐ যে বললাম ঐ প্রথম দেখাতেই তোমার মুখখানি এত ভালো লেগেছিল আমার
যে আজও ভুলতে পারিনি
আজও তোমায় ভালোবেসে যাচ্ছি।
তোমাকে তো কাছে পাই না
কাছে পেলে জড়িয়ে ধরতাম,
আমার দুটো হাত খুব ফাঁকা ফাঁকা লাগে
তোমায় বুকে জড়িয়ে ধরে তোমায় ধরে কাঁদার সুযোগ আর হলো না।
তোমার মুখখানি যখন খুব মনে পড়ে
আমার দু’চোখ জলে ভরে ওঠে
আমার এই যন্ত্রনার কথা তুমি কোনোদিন জানতে পারবে না গো
কারণ তুমি তো আমাকে চেনোই না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১১/২০২৫
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)