এটাই শাস্ত্র
![]()
এটাই শাস্ত্র
কলমে- সুব্রত পণ্ডিত
সচেতনতা শব্দটি শুধু কথা নয়–
এ এক অন্তরের গভীর সুরক্ষাবলয়।
নিজেকে রক্ষা করো, সেটাই মানবধর্ম,
শান্তি পাবে তুমি, সুরক্ষিত হবে বিশ্বধর্ম।
রাত্রি যতই ঘনায়,
আলো ততই দরকার হয়।
রাস্তায় আলো যতই জ্বলুক,
ছায়া তবুও লুকিয়ে থাকে কোণায়।
চেনা মুখের ভিড়ে অচেনা চোখ,
টক-ঝাল, মিষ্টি কথায় শয়তান চৌখুশে টানে।
“নিজের নিরাপত্তা, নিজের দায়”–
মনের পাতায় রেখো, বাঁচার মন্ত্র দিলাম কানে।
অন্ধকারকে দোষ দিলে লাভ নেই,
চোখ খোলা থাকাই নিয়ম– তবেই জয়।
যে নিজেকে বোঝে, সে-ই সব জানে–
সচেতন মানুষ কখনো হারে না, দূর কর ভয়।
অস্ত্রের ঝনঝন নয়, বাড়াও জ্ঞানের ঝিলিক,
সচেতন ভাবে বাঁচো, হাসো খিলখিল নির্ভীক।
সচেতন থাকাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র,
নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের– এটাই শাস্ত্র।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)