অচেনা অতিথি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

——- শামছুউদ্দিন হাওলাদার

তোমাকে তো আমি জানতাম না
তুমি ছিলে বড্ড অচেনা।
জানতামই না সেই অচেনা মানুষটাকে,
কখন কোন ফাঁকে তুমি হয়ে গেলে প্রিয়পরমা
নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তুমি,
আমার কল্পনার জগত, আমার বাস্তব
আমার স্বপ্ন, আমার চিন্তা
সবেতেই জুড়ে আছে অচেনা অতিথি গ্রুপ।
তুমি আমার অচেনা অতিথি।।
শূন্য হৃদয় তুমি ভরিয়ে দিলে,
প্রেম, স্নেহ, ভালোবাসা আর শান্তি দিয়ে
জয় করে নিলে আমার মন।
ওগো অচেনা অতিথি,
অনেকেই হলো আমার পরিচিতি
স্বপ্না,মৌসুমি,নাদিয়া,আবদুল্লাহ,জীবন খান,ইয়াজমিন ইসলাম,নুসরাত জাহান এরা ,
তোমার পদস্পর্শে কি আমার খুবই বড্ড বৃদ্ধি হবে?
আমি কি আবারও হাসবো ?
আবার কি সেই আড্ডা, প্রাণ ভরা হাসি
দশজনাকে নিয়ে এক সাথে থাকার প্রবণতা,
তুমি মুইদের অচেনা হৃদয় ভরিয়ে দিয়েছ,
আমার অচেনা মন সেই অচেনাকে জানতে চায়
আমি সেই অচেনার কেশগন্ধে বিভোর হতে চাই
অচেনা প্রেমরস পান করে চিরমাতাল হতে চাই।
আমি থাকবো, আমি বাঁচবো
তোমার সাথে, তোমার জন্য
তুমি যে আমার সেই কাঙ্ক্ষিত
অচেনা অতিথি।।

0

Publication author

0
নামঃ-মোঃশামছুউদ্দিন বাচ্চু পিতাঃ-মোঃ নুরুলইসলাম হাং মাতাঃ-রোকেয়া বেগম হাং জন্মগ্রহণ:-বালুরচর ৭নং ওয়ার্ড, কালমা ইউনিয়ন, থানা:-লালমোহন জেলা:-ভোলা
Comments: 0Publics: 23Registration: 24-01-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।