Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কবিকল্পলতা প্রকাশনীর গোপনীয়তা নীতি

প্রিয় লেখকবৃন্দ কবিকল্পলতা প্রকাশনী ব্লগের গোপনীয়তা নীতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা অবশ্যই প্রয়োজন। এই ব্লগে কি ধরনের লেখা পোস্ট করা হয় এবং এর থেকে আপনারা কি সুবিধা পাবেন, গোপনীয়তা নীতি এই বিষয়ে আপনাদের পুরোপুরি বোঝাতে আশা করছি সক্ষম হবে। যদি আপনারা prokasoni.kobikolpolota.in ওয়েবসাইট ব্যবহার অথবা এখানে সক্রিয় থাকতে চান, তবে কবিকল্পলতার গোপনীয়তা নীতি আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। যদি কেউ এই নীতির অবমাননা করেন তবে তাকে, বহিষ্কার অথবা ব্লক করার পূর্ণ স্বাধীনতা কবিকল্পলতা প্রকাশনীর রয়েছে।

কবিকল্পলতা প্রকাশনী ওয়েবসাইটে কি ধরনের লেখা প্রকাশ করা হয়

কবিকল্পলতা প্রকাশনী একটি কবিতা ও আবৃত্তি প্রকাশনী। এখানে তরুণ প্রজন্মের কবি এবং আবৃত্তিকারেরা কবিতা আবৃত্তি ও কবিতা সম্পর্কীত আলোচনা প্রকাশ করে।

মন্তব্য প্রসঙ্গে

ক) এখানে কোনো লেখা বা মন্তব্যে অশালীন মন্তব্য করা জঘন্য অপরাধ। অর্থাৎ কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না।

খ) যে ধরনের লেখা সেই ধরনের মন্তব্য করতে হবে। আপনার অনুভূতি জানতে পারবেন।

গ) কবিকল্পলতা প্রকাশনী সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ থাকলে Contact Us  অংশে জানাতে হবে কিন্তু কোনো ব্যাবহারকারীর সঙ্গে অশালীন ব্যবহার করা যাবেনা।

থার্ডপার্টি লিংক

কবিকল্পলতা প্রকাশনীর অনুমতি ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের লিংক বিজ্ঞাপনী প্রচারের জন্য কবিকল্পলতা প্রকাশনীতে শেয়ার করতে পারবেন না। ব্যাবহারকারীরা তাদের একাউন্টে ওয়েবসাইট অংশে তাদের ব্যাক্তিগত ব্লগ বা সোস্যাল সাইটের লিংক যোগ করতে পারবেন। একান্ত প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার জন্য কমেন্ট অংশে থার্ডপার্টি লিংক ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন প্রসঙ্গে

আমাদের ব্লগে আপনারা বিজ্ঞাপন লক্ষ্য করে থাকবেন এগুলি বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ডিসপ্লে, মেচডকনটেন্ট, স্টিকি প্রভৃতি। এই বিজ্ঞাপন গুলি GoogleEZOIC কম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। যদি কোনো বিজ্ঞাপনে আপনাদের অসুবিধা থাকে তবে বিজ্ঞাপনটির (i) বটনে ক্লিক করে সেটি দেখানো বন্ধ করতে পারবেন।

অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ প্রসঙ্গে

কবিকল্পলতা প্রকাশনী তার ব্যবহারকারীদের অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ করার পূর্ণ স্বাধীনতা রাখে যেমন আপনার আইপি এড্রেস, লোকেশন, ইমেইল, ইউজার নাম প্রভৃতি। ওয়েবসাইটের প্রতিটি প্রফাইল, পোস্ট , কমেন্ট ও বিজ্ঞাপনে ইনভেলিড অ্যক্টিভিটি থেকে ব্যবহারকারীদের বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে নতুবা আপনাকে যে কোনো মুহূর্তে ব্লক করা হবে এবং যথাপোযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাউন্ট ও পাসওয়ার্ড

একই ব্যাক্তি শুধুমাত্র একটি মেইল আইডি দিয়ে কবিকল্পলতা প্রকাশনীর এডমিন প্যানেল এর সুবিধা উপভোগ করতে পারবেন। কোন ব্যাক্তি যদি ভিন্ন মেইল থেকে একের অধিক একাউন্ট তৈরি করে কবিকল্পলতা প্রকাশনীর সুবিধা নেওয়ার চেষ্টা করেন তবে তাকে সম্পূর্ণ রুপে ব্লক করা হবে।

প্রতিটি ব্যাবহারীর একাউন্ট সুরক্ষিত রাখতে জানানো হচ্ছে যে আপনার ব্যাক্তিগত কবিকল্পলতা প্রকাশনী একাউন্টের পাসওয়ার্ড ভুলেও অন্য কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না এবং একাউন্ট সুরক্ষিত রাখতে কিছু দিন অন্তর পাসওয়ার্ড রিসেট করুন। আপনার অ্যাকাউন্ট সম্পর্কীত যে কোনো সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র prokasoni.kobikolpolota.in এর Contact Us অংশে যোগাযোগ করুন।

গোপনীয়তা নীতি পরিবর্তন

কবিকল্পলতা প্রকাশনীর গোপনীয়তা নীতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। যখন নতুন নীতিমালা যোগ করা হবে তখন ওয়েবসাইটে পোস্ট বা নোটিস এর মাধ্যমে ব্যবহারকারী সদস্যদের জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে গোপনীয়তা নীতি পরিবর্তনের নোটিশ না দেওয়া হয় তবে ওয়েবসাইটের নীচে দেওয়া Privacy Policy অংশে এসে দেখে নিতে হবে।

শর্তাবলী

কবিকল্পলতা প্রকাশনী আশা রাখে আপনারা এই সকল গোপনীয়তা নীতি মেনে prokasoni.kobikolpolota.in ওয়েবসাইট ব্যবহার করবেন।

সর্বস্বত্ব সংরক্ষিত

কবিকল্পলতা প্রকাশনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে এই ব্লগে প্রকাশিত যেকোনো পোস্ট ও মন্তব্য সমূহ সংরক্ষণ করার ও প্রয়জনে তা ব্লক, ডিলিট‌ ও স্পার্ম করার। আশা রাখছি আপনারা এই গোপনীয়তা নীতির অপব্যবহার বা অবমাননা করবেন না।

যোগাযোগ

যদি আপনাদের এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে ইমেইল করুন  mail@kobikolpolota.in

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে