টিউটোরিয়াল

কিভাবে রেজিষ্ট্রেশন ও লগইন করবেন ?

মেইন মেনু থেকে প্রথমে “লগইন অথবা রেজিষ্ট্রেশন” এ ক্লিক করুন। এখানে আপনি দুটি ফর্ম দেখতে পাবেন যদি আপনি লগইন করতে চান তাহলে ‘Authorization‘ ফর্ম সিলেক্ট করুন এবং রেজিষ্ট্রেশন করতে চান তাহলে ডানদিকে ‘Registration‘ ফর্মটি সিলেক্ট করুন। রেজিষ্ট্রেশন ফর্মে লগইন অংশে আপনার ইউজার আইডি লিখুন, ইমেইল অংশে আপনার ইমেইল আইডি লিখুন, পাসওয়ার্ড অংশে পাসওয়ার্ড লিখুন, রিপিট পাসওয়ার্ড অংশে পুনরায় পাসওয়ার্ড লিখুন, ফাস্ট নেম অংশে আপনার নামের প্রথম অংশ লিখুন, লাস্ট নেম অংশে নামের শেষ অংশ বা পদবী লিখুন, নেম টু বি ডিসপ্লেইড অংশে যে নামটি জনসমক্ষে দেখাতে চান সেটি লিখুন, স্ট্যাটাস অংশে আপনার সম্পর্কে বিবরন লিখুন

তারপর Recaptcha পূরণ করে প্রমান করুন আপনি রোবট নন। সব শেষে SIGNUP বাটনে ক্লিক করুন। এরপর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে লেখা প্রকাশ করতে পারবেন। বোঝার সুবিধার জন্য ছবিটি দেখুন –

কিভাবে পোস্ট এডিট ও ডিলিট করবেন ?

কবিকল্পলতা প্রকাশনীতে লগইন থাকা অবস্থায় যে পোস্টটি এডিট বা ডিলিট করতে চান সেটি ওপেন করুন। দেখুন আপনার পোস্টের ঠিক ডানপাশে একটি পেন্সিল বাটন আছে এখানে ক্লিক করলেই আপনি পোস্ট এডিট করে পুনরায় পাবলিশ করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন।

কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন ?

আপনি কি কবিকল্পলতা প্রকাশনীর ইউজার আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন ? তবে এই নিয়মটি অনুসরণ করুন। প্রথমে মেইন মেনু থেকে “লগইন” অংশে ক্লিক করুন তারপর ‘Authorization‘ ফর্মের ENTRY বাটন এর নীচে Lost your password? লিঙ্কে ক্লিক করুন। ছবিটি দেখুন-

 

এরপর আপনি Password generation ফর্মে চলে আসবেন। এখানে প্রথমে আপনার ইমেইল আইডি অথবা ইউজার আইডি লিখুন তারপর Recaptcha ফিল করে প্রমান করুন আপনি রোবট নন। তারপর GET NEW PASSWORD বাটন এ ক্লিক করুন। আপনার ইমেইল ইনবক্সে দেখুন একটি পাসওয়ার্ড রিসেট লিংক পাঠানো হয়েছে। সেই লিংক এ ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করার পর আপনি সহজেই লগ‌ইন করতে পারবেন। ছবিটি দেখুন-

কিভাবে বাংলা কবিতা আবৃত্তি প্রকাশ করবেন ?

মেইন মেনু থেকে প্রথমে “নতুন লেখা পোস্ট করুন” অংশে যান, তারপর টাইটেল অংশে আবৃত্তির টাইটেল লিখুন, ক্যাটাগরি অংশে ‘বাংলা কবিতা আবৃত্তি‘ সিলেক্ট করুন, পাবলিকেশন অংশে প্রথমে কবির নাম তার নীচে লিখুন আবৃত্তিকারের নাম। তারপর নীচে ফাঁকা জায়গায় টেক্সট ফর্মেটে আবৃত্তির ভিডিও লিঙ্ক দিন, সব শেষে প্রিভিউ করে দেখুন ভিডিও সাপোর্ট নিয়েছে কিনা এবং প্লে করে দেখুন।

সব কিছু ঠিক থাকলে এবার পাবলিশ করুন। যদি কোন অসুবিধা থাকে তবে মেইল করুন [email protected]

ভিডিও টিউটোরিয়াল দেখুন

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে