মেঘনা নদীর মাঝি
শহর থেকে ডিগ্রিধারী জোয়ান এক বাবু মেঘনার পাড়ে গিয়ে ভাবছেন বসে কি উপায়ে হবে পাড় তরণী কোথাও নেই আশেপাশে। হঠাৎ করেই দেখতে পেল বৃদ্ধ এক মাঝি বৈঠা বেয়ে ঢেউ এর সাথে চলছে নিরবধি হাত জাগিয়ে ডাকলো বাবু, শোনো হে মাঝি!…
শহর থেকে ডিগ্রিধারী জোয়ান এক বাবু মেঘনার পাড়ে গিয়ে ভাবছেন বসে কি উপায়ে হবে পাড় তরণী কোথাও নেই আশেপাশে। হঠাৎ করেই দেখতে পেল বৃদ্ধ এক মাঝি বৈঠা বেয়ে ঢেউ এর সাথে চলছে নিরবধি হাত জাগিয়ে ডাকলো বাবু, শোনো হে মাঝি!…
প্রিয় কবি বন্ধু, এই প্রকাশনীর সকল গুনি কবিবন্ধু, আবৃত্তিকার, পাঠক, প্রকাশক ও পরিচিত-অপরিচিত সকলকে আমার নমস্কার । তোমাদের সকলের ভালোবাসা ও অনুপ্রেরণায় কবিকল্পলতা একটা অন্য মাত্রায় পৌঁছাচ্ছে ও ভবিষ্যতে আরও গুনি জনের বিচরণ ক্ষেত্র হয়ে উঠবে, এই আশা রাখি। সকল…
উদ্দেশ্য কী ? হ্যা সত্যিই একথা বলার কারণ আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় একটা ভালো কবিতা আবিষ্কার করার আগে অনেক কবিতা পড়া উচিত। এক কথায় বলতে গেলে কবিতা নিয়ে রিসার্চ করতে হবে। জানতে হবে অন্যদের কবিতায় কী আছে যা আমার…