তুমি যদি আমার হয়ে যেতে
তুমি যদি আমার হয়ে যেতে, তাহলে আমি আর কবিতা লিখতাম না- কোনদিনও না। সবসময় তোমায় নিয়ে ব্যস্ত থাকতাম। তোমায় কীভাবে সাজাবো সেই ভেবে ভেবে আকুল হতাম। তোমার সাথে জ্যোৎস্নার আলোয় স্নান করতাম! অলস দুপুরে নিঃসঙ্গ ঘুঘুর উজাড় করা ডাকে তুমি-আমি…