প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জীবনে
দুটিই পথ
ছুটে মৃত্যুর উঠোনে
দুটি ভালো মন্দের রথ,
একটিকে বেছে নিতে হয় চলনে;
দুটি পথেই দাঁড়িয়ে জীর্ণতা ঘেরা অশথ।

দাঁড়িয়ে
আমি থাকি
নিষ্পাপ কৈশোর ছাড়িয়ে
এখনো অনেক চলারই বাকি,
যেই পথ দুইদিকে গেছে হারিয়ে;
কোনটাতে যাবো আমি তারই ছবি আঁকি।

শুদ্ধ
পথে চলার
আরম্ভ হয় যুদ্ধ
শোষণের বিরুদ্ধে কথা বলার,
কঠিনের পথ যতোই হোক রুদ্ধ;
ভেঙে দেয়ার অঙ্গীকারে মেনে নিবো প্রহার।

তাই
চলো যাই
যেই পথে নাই
ভুলে ভরা নষ্টামির লড়াই,
অচেনা এক পথ থাক অচেনাই;
এসো সত্য সুন্দরের পথেই পা বাড়াই।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।