অচেনা পথ
জীবনে
দুটিই পথ
ছুটে মৃত্যুর উঠোনে
দুটি ভালো মন্দের রথ,
একটিকে বেছে নিতে হয় চলনে;
দুটি পথেই দাঁড়িয়ে জীর্ণতা ঘেরা অশথ।
দাঁড়িয়ে
আমি থাকি
নিষ্পাপ কৈশোর ছাড়িয়ে
এখনো অনেক চলারই বাকি,
যেই পথ দুইদিকে গেছে হারিয়ে;
কোনটাতে যাবো আমি তারই ছবি আঁকি।
শুদ্ধ
পথে চলার
আরম্ভ হয় যুদ্ধ
শোষণের বিরুদ্ধে কথা বলার,
কঠিনের পথ যতোই হোক রুদ্ধ;
ভেঙে দেয়ার অঙ্গীকারে মেনে নিবো প্রহার।
তাই
চলো যাই
যেই পথে নাই
ভুলে ভরা নষ্টামির লড়াই,
অচেনা এক পথ থাক অচেনাই;
এসো সত্য সুন্দরের পথেই পা বাড়াই।
Subscribe
Login
0 Comments
Oldest