অধরা প্রেম
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
বইমেলায় হাত ধরে হাঁটতে,
বিকেলের নরম রোদে ফুটপাতে দাঁড়িয়ে;
ফুচকার ঝালে তোমার রক্তিম কপোল ছুঁতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
সৈকতের পার ধরে ঘুরতে,
টলমলে নোনা জলে ভেসে ভেসে;
ফেনিল ঢেউয়ে তোমার সাথে জলকেলি খেলতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
জ্যোৎস্নায় বালি দ্বীপে বেড়াতে,
ভাটার পরে টানাহ লট মন্দিরেতে;
তোমার কপালে তিলক এঁকে সূর্যাস্ত দেখতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
নীলগিরির মেঘের ভেলা ধরতে,
উষ্ণতার চাদরে হিমশীতল চন্দ্রিমা রাতে;
বক্ষের আলিঙ্গনে জড়িয়ে তোমায় একটু ভালবাসতে।
Subscribe
Login
0 Comments
Oldest