অনুক্ত
408 total views
৪+৪/৪+১/৪+১/৪+১/৪+৪
অনেক কথা বলার ছিলো হলো না আর সখী বলা
মনটা ভালো নাই
কোথায় তবে যাই
সদা ভাবি তাই
হলো না আর সখী তোমায় নিয়ে জীবন পথে চলা।
ওগো সখী তোমার কথা ভেবে কষ্ট লাগে মনে
একাকি প্রাণে দুখ
নাই তো আসে সুখ
হৃদয় খানা মূক
দুখ অনলে আজও পুড়ি আমি রে ওই প্রতিক্ষণে।
দিবানিশি সদা প্রিয়া মনে ব্যথা নিয়ে চলি
এমনি আমি চুপ
গভীর ভাবনায় ডুব
মনে ব্যথা খুব
ব্যথার সাগর মনে নিয়ে সদা সুখ সুখ আমি বলি।
পাথর হয়ে গেছে আমার জীবন নদের সুখের তরী
সুখ যে কোথায় পাই
আপন কেহ নাই
কেঁদে কেঁদে যাই
দুখের সাথে লড়াই করে জীবন গেছে দুখে ভরি।
রচনাকালঃ
১৯/০৮/২০২১
Subscribe
Login
0 Comments