অপূর্ণ চাওয়া।
নগরায়নের রুক্ষ প্রান্তর ধরে
হাঁটছিলে তুমি,
নিশ্চিন্তে, সাবলীল পদক্ষেপে।
ফাঁকা নির্জন পথ,
দুপাশে গগন চুম্বী সারি সারি ইমারত,
বিষন্ন সূর্যটা দেখছে তোমায়
আক্ষেপে,
হয়ত বা তোমায় প্রতিদ্বন্দ্বী ভাবছে।
দেখেও দেখলে না তুমি আমাকে,
হয়ত পথের আবর্জনা ভাবলে।
তারপরই থেমে গেল পদক্ষেপ,
নিশ্চিন্ত সাবলীল পদক্ষেপ।
অঙ্গে তোমার বাঁশীর সুরের লহরী ,
সুরভিত যৌবন,
আঁচলে ছড়ানো মিষ্টি সুরেলা নিক্কন।
আঁচল টানলে তুমি কামনার আশ্লেষে –
দৃষ্টি তির্যক করে।
ভাবছ বুঝি হিসেব মেলাব?
আঘাতে আঘাতে ভাঙবো তোমার
বাঁশীর সুর?
নিশ্চিন্তে হেঁটে যাও সুরেলা।
তোমার ভালবাসা আমার
হৃদয় ভরাতে পারেনি,
তোমার দেহে আমার
মন ভরবে না।
Subscribe
Login
0 Comments
Oldest