অবহেলিত ব্যক্তি নয়
![]()
একটা সময় তোমাকে নিয়ে অনেক ভাবতাম,
মনে হতো তুমি ছাড়া আমার বেঁচে থাক দায়।
এখন আর ভাবিনা তোমায় নিয়ে,
অনেক ভেবেছি কেন তুমি আমার হলে না।
বার বার সোনাপাখি বলা শর্তেই
বিনিময় বড় পেলাম অবহেলা।
রোজ রোজ তোমার অবহেলায় আমি তিক্ত হয়ে গেছি,
তাই নিজে উপলব্ধি মাধ্যমে
বিভিন্ন কারনে হলাম সাইড।
আমার মতো আমি চলি
তবু তোমাকে এতটাই ভালোবেসেছি।
যে তুমি ছাড়া কিছু বুঝতাম না।
আজ তোমার বলার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি,
নিজেকে সময় দিচ্ছি।
নিজের খেয়াল রাখছি,
দিন শেষে নিজে ছাড়া নিজের আপন কেউ নয়।
অনেক তো তোমায় নিয়ে ভাবলাম,
বিনিময় কি পেলাম অবহেলা।
আর চাই না অবহেলার পাত্র হয়ে থাকতে,
নিজেকে জয়ী করতে নিজেই থাকবে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)