আকাঙ্খা
![]()
আকাঙ্খা
হাকিকুর রহমান
চর্বিত চর্বণ
বর্ধিত অর্পণ।
কল্পিত সুখেতে ভাসি
খন্ডিত হৃদয়ে হাসি।
ভাবনার উদয়ে দৃশ্যমান
কল্পনাবিলাসিতায় মূহ্যমান।
বল্গাহীন চিন্তা-চেতনা
অর্ঘ্যহীন আরাধ্য আরাধনা।
ভাবিয়া নিশ্চুপ রহি
বিমুক্ত জোয়ারে বহি।
ঘটনার অবতারণায় লুব্ধ
নাতিদীর্ঘ বাতাবরণে ক্রুদ্ধ।
অবিমিশ্রিত ফলাফল
শূন্য হইতে শুরু হউক ধরাতল।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)