আকাশকে ফিরিয়ে দিই তাই।
আমার’টা
আমার কাছে রেখে দিলাম।
আমার’টা,
তোমার কাছে ভুলেছিলাম।
লাল পাহাড়িয়া মন,
আকাশের নিচে,
নতজানু হয়ে,
শিখেছিল, তোমার কাছে থেকে।
শেষ সীমানায় এসে,
পিছনের,
জন্মস্থান পূরণ করতে,
ছুটে চলেছে, জিঙ্গাসার উত্তর!
সীমানায়, এলেই কি,
তার মনে পড়ে,
নতূন জন্মদিন!
একা সে কি করে থাকে?
থাকব না আমি একা।
সে থাকুক, তার,
নিজের খেয়ালে মত্ত!
সে কি বোঝে,
নতজানু হওয়ার গর্ব।
আমি নতজানু হলাম,
আমাকে ভালোবেসে।
ফিরবো না,
আর কোনদিন, তোমায় ভালোবেসে।
আকাশ চুপিচুপি
যেদিন বলেছিল আমাকে,
গোপনীয়তা, শেখোনি’কি?
গোপনেই ‘তো, মন ভালো থাকে।
আজ তুমি,
আর সেই তুমি নেই।
আমার গোপনে মিশে গিয়েছ একদিন।
আকাশকে ফিরিয়ে দিই, আজ তাই।