আগাম বার্তা
আলো আঁধারির খেলায় মেতেছে শহর বাসি,
রাঙা পলাশের হাতে অস্ত্রের ছড়াছড়ি,
দিগন্তের বুকে সূচিত হতে চলেছে যুদ্ধ,
কেই রাখেনি খোজ মেতেছে উৎসব এ শহরতলী।
বিষাদের সমীরণ বইয়ে চলেছে আপন রেসে,
স্মৃতিরা আটকে পড়েছে নিখোঁজ হয়েছে বেপরোয়া মনে,
সাদাকালোর দুনিয়ায় রঙিনের হাতছানি এড়িয়ে গেছে সব,
যুদ্ধ রবেছে তৈরী থেকো নব দল।
স্লোগানে ভরে উঠবে ভোরের যাত্রা ,জেগে উঠো সদ্য ফোটা বুনো ফুল
শেফালী বনের পাখিরা তৈরি থেকো যুদ্ধ রবেছে দিগন্তের পরে, নিয়তি জানে ধ্বংসের রেস কতটা,
চুপি চুপি জানিয়ে গেলাম আগাম বার্তা।।।
Subscribe
Login
0 Comments
Oldest