আত্মশোধন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিজে দোষ করলে তবে
মনে হয় মন্দ না তা,
অপরের দোষ দেখিলে
ধরো খুব শক্ত করে।

নিজে ভুল করলে যখন
ঘুমে কি ছিলে তখন?
অপরের ভুল শুনিয়া
দিলে হাঁক করতে শোধন।

নিজে পাপ করলে কত
তার কি হিসেব আছে?
অপরের পাপ নিয়ে কেন
থাকো ভাই তার পিছেতে?

নিজের সুখ করে খতম
কাঁদো কেন কারো সুখে?
নিজে সুখ পাবে তখন
হিংসা করলে জখম।

নিজে ভাই হও যে শোধন
অপরের দোষ না ধরে,
নিজে পাপ করলে মোচন
সুখ আসবে তোমারও ঘরে।

0

Publication author

0
আমি ২০০৪ সালের ১৩ আগষ্ট ঢাকায় জন্মগ্রহণ করি। আমার পৈতৃক নিবাস ভোলা জেলায়। বর্তমানে ঢাকায় বসবাস করছি। জাতীয়তা- বাংলাদেশি। বর্তমানে সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগে অনার্স ১ম বর্ষে অধ্যয়ন করছি। একাদশ শ্রেণিতে পড়াকালীন কবিতা লেখা শুরু করি।
Comments: 0Publics: 13Registration: 07-10-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।