আদিমতা
আদিমতা তোমাতে যে করে আছে ভর;
তাকালে দেখ’ না আর আমার অন্তর!
অন্তর জুড়ে আছে সে তোমারি ছবি;
ছন্দ হারালে বুঝি যাদুকর কবি!
খুঁজে ফির’ উঁচু টিলা- ঢালু সমতল।
জঙ্ঘার ফাঁকে খোঁজ’ সাগর অতল;
ত্রিভুজের সন্ধিতে জারুলের বন।
হারিয়ে ফেলেছো তুমি আগেকার মন।
কোথায় হারালে সেই শিল্পীর চোখ?
মায়াময় ভালোবাসা-সে আনন্দলোক?
উৎসবমুখরিত পুর্ণিমা রাতে
গল্প কর’ না আর হাত রেখে হাতে।
উষ্ণ আলিঙ্গনে ভরে দাও মন-
শিরায় শিরায় তোল’ কাম-শিহরণ।
মিশে যাও শরীরের প্রতি ভাঁজে ভাঁজে;
গিটারের মূর্ছনা প্রতি খাঁজে খাঁজে।
অনন্ত যৌবন রয়ে যাবে ভাবো?
সোহাগ-রজনী ফিরে কখনো কি পাবো!
শুধুই উত্তাপ নয় যৌনতা ঠাসা;
তোমার হৃদয়ও চাই, চাই ভালোবাসা।
রচনাকাল: ঢাকা, ২৯ অক্টোবর ২০১৮