প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

আদিমতা তোমাতে যে করে আছে ভর;
তাকালে দেখ’ না আর আমার অন্তর!
অন্তর জুড়ে আছে সে তোমারি ছবি;
ছন্দ হারালে বুঝি যাদুকর কবি!

খুঁজে ফির’ উঁচু টিলা- ঢালু সমতল।
জঙ্ঘার ফাঁকে খোঁজ’ সাগর অতল;
ত্রিভুজের সন্ধিতে জারুলের বন।
হারিয়ে ফেলেছো তুমি আগেকার মন।

কোথায় হারালে সেই শিল্পীর চোখ?
মায়াময় ভালোবাসা-সে আনন্দলোক?
উৎসবমুখরিত পুর্ণিমা রাতে
গল্প কর’ না আর হাত রেখে হাতে।

উষ্ণ আলিঙ্গনে ভরে দাও মন-
শিরায় শিরায় তোল’ কাম-শিহরণ।
মিশে যাও শরীরের প্রতি ভাঁজে ভাঁজে;
গিটারের মূর্ছনা প্রতি খাঁজে খাঁজে।

অনন্ত যৌবন রয়ে যাবে ভাবো?
সোহাগ-রজনী ফিরে কখনো কি পাবো!
শুধুই উত্তাপ নয় যৌনতা ঠাসা;
তোমার হৃদয়ও চাই, চাই ভালোবাসা।

রচনাকাল: ঢাকা, ২৯ অক্টোবর ২০১৮

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।