আবার আসিব ফিরে – অসীম চক্রবর্ত্তী
ধূসর মনের গভীরতায় জমেছে গোপন ক্ষয়
পরাভব ঐ চোখের কোনে দিক শূন্য ভয়।
অবিশ্বাসের রাত পেরলেই উষ্ণ হাহাকারে
ধাবমান এক অলখ দৈত্য হাজির জীবন পারে।
বিষের ঝোলা চাইছে লালা চুষছে মানব রক্ত
উদ্ধত তার ফণার ছোবল ধ্বংসলীলায় মত্ত।
ভয়ের শিকল মনের ধকল বক্ষ কারাগারে
বাঁচাওরে রব আতঙ্ক আজ বিশ্ব চরাচরে।
নতুন সাঁঝে নতুন রূপে নিভিয়ে মনের আগুন
আবার আসিবে বিশ্বজুড়ে বসন্তের ফাগুন।
পুরাতন ক্লেশ ধুয়ে মুছে শেষ ফাগুনের ঐ বাহারে
আবার আসিবে মধুর বসন্ত তোমারও দুয়ারে।
বৃক্ষশাখা মঞ্জুরিত নব কিশলয় ভারে
আম্রমুকুল কৃষ্ণচূড়ায় সুশীল শোভা ছাড়ে।
দক্ষিণ বাতাস কোকিল কুহু পারুল মধুরে
মিষ্টি মাধুরী ভাসিয়া উঠিবে পলাশ বাহারে।
আবার আসিবে ঋতু বসন্ত তোমারও দুয়ারে।
আবার আসিবে বসন্ত তোমার মনেরও দুয়ারে।।