আমায় তোমরা একদিন আর মনে রাখবে না

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমায় তোমরা একদিন আর মনে রাখবে না
মম আলেখ্যে আর কভু পড়াবে না মালা।

মদিরা পাত্র হতে সুরা পান করার পর
সে পাত্র ধূলি মাঝে তা পড়ে থাকে অবহেলায়,
শত ভ্রমর এসে ঘিরে ধরে তার গাত্র।
যে চন্দ্রের সুধামাখা আলোয় স্নাত হয় এ ধরা,
কখনও কি তোমরা দেখেছ তার বক্ষে রয়েছে কত গহন বিবর?

নর নারী যে লতা হতে নিত্য অবলীলায় তোলে পুষ্প-
সেই লতার অন্তঃকরণ হতে নির্গত শোণিতের ধারা তারা কি দেখতে পায়?
তোমরা কখনও জানবে না আঁধার পুরীকে উজ্জ্বল করতে কত শত দীপের প্রাণ বলিদান হয়।

যেদিন আকাশ হতে তারকা হয়ে
মিটমিট করব তোমাদের পানে চেয়ে-
তখন কি এই অসুন্দরের লেখা পড়ে
তোমাদের দুই আঁখি সলিলে ছেয়ে যাবে না?

0

Publication author

0
আমার ভালো নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 2Publics: 59Registration: 18-04-2023
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।