আমার বন্ধু – শুভ্র পাল
16 total views
আমার বন্ধু
শুভ্র পাল
আমার আছে অনেক বন্ধু
ভালো তাদের মন,
কূট চিন্তা নেই তাদের মনে,
সবে সর্বক্ষন ।
বন্ধু হলেও তাদের মতো হোক সবার মন,
মনের মতো বন্ধু আমি পেলাম অনেকজন।
মানুষ হিসাবে তাদের মন অনেক অনেক ভালো,
হাসি থেকে তাদের মুখে,
মুখ থাকে না তাদের কখনো কালো।
এমন বন্ধু পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার,
তাদের মতো বন্ধু আমার সারা জীবন দরকার।
বিপদে আসছে তারা সবাই, দাঁড়ায় আমার পাশে
তাদের মতো বন্ধু যে সবার জীবন আসে।
Subscribe
Login
0 Comments