প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 284 total views

ভ্রমর যেমন ফুলের বাগানে
মধু আহরণে
মনের আনন্দে ছুটে আসে,
নদী যেমন সাগরের বুকে
সুখের সন্ধানে
ঝড়ের বেগে ছুটে আসে,
তুমি তেমনি হৃদয়ের পর্ণকুটীরে
আলো ছড়িয়ে
ছুটে আসো আমার ভুবনে।

পাখি যেমন মনের আনন্দে
আহার নিয়ে
আপন নীড়ে ফিরে আসে,
চাঁদ যেমন জ্যোৎস্না ছড়িয়ে
প্রণয়ের আহ্বানে
সারারাত ধরে জেগে থাকে,
তুমি তেমনি মায়াবী রাতের
সুখ হয়ে
বিরাজ করো মিষ্টি অনুভবে।

শীত যেমন গাছে গাছে
ফুলের সমারোহে
দোলা দেয় সবার মনে,
আকাশ যেমন শ্রাবণ মেঘের
বৃষ্টি নিয়ে
ছুটে আসে মাটির বুকে,
তুমি তেমনি বুকের মাঝে
আছড়ে পড়ো
অস্ত যাওয়া হিমেল বিকেলে।

ঝরনা যেমন পাহাড় বেয়ে
প্রকৃতির খেয়ালে
সারাটি ক্ষণ নেমে আসে,
প্রকৃতি যেমন অনাবিল সৌন্দর্যে
সেজে থাকে
পুষ্পে রাঙ্গা সৌরভ নিয়ে,
তুমি তেমনি শিশিরের মতো
ঝরে পড়ো
আমার চির সবুজ হৃদয়ে।

0

Publication author

0
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)