আমি আর মানুষ জন্ম পেতে চাইনা
232 total views
আমি জানি না কিভাবে লিখতে এলাম
হাজার হাজার মাইলের দীর্ঘ পথে
আমি কলম দিয়ে রেখা টেনেছি
শুধু মাত্র আমার শহীদ মিনারের ফুল
তুমি অন্য কাউকে দেবে বলে — এই কারণে।
তুমি এসেছিলে মেঘের অট্টহাসিতে
কারা যেন এসেছিল সেদিন নক্ষত্রের হৃদয় ভেদ করে ?
সে কথা কি কারো মনে আছে
নাকি বসন্ত হয়েছে শেষ সাদা কাগজের পাতার নীচে !
এখানে মেঘ-রোদ্দুর
আমার চোখে রাত জাগার প্রতীক চিহ্ন
সবেমাত্র বিচ্ছেদের মানচিত্রে।
একটা সাদা শঙ্খচিল উড়ে গেল
আমার চোখকে ফাঁকি দিয়ে
যে চোখে ধুলোর কণাও ছাড় পেত না
সে চোখ আজ বিবর্ণ অপহন্ন অনটনে।
আমি পরিশ্রম করছিলাম
একটা সহজ কারণ অজানা রেখে
যখন জানতে পারলাম
কারণ টা আর কারণ থাকলোনা
হয়ে গেল ফলাফল
তখন কি আর ভালো হতে পারে!
কি বা হতে পারে আগামী দিনে
এখানে দিন শেষ হয়ে গেছে আমার , মধ্যরাত আসতে চলেছে আমার জীবনে
তবুও আমার চোখে পৃথিবী জাগ্রত
মহাসমুদ্রের বিষন্নতার ঢেউ-এ
মন ভাঙ্গার সাতটি নদীতে।
জুড়তে কি পারি আমার সমাধির পাশে
আর একটি সমাধি ?
যে সমাধি হবে
আর কেউ নয় , নামটি লিখতে যাবো
কিন্তু কলমের কালি হয়েছে শেষ !!