আর কত খেলবি
হে, অদেখা স্বত্ত্বা, আর কত খেলবি!
চাতুরির জাল তোর আর কত মেলবি?
আকাশ থেকে ঢিল পড়ে
চারিদিকে বায়ু নড়ে
পাতা পড়ে, পাতা পড়ে
টোকাইরা ছুটে আসে
দানবীয় উল্লাসে
বস্তায় ভরেভরে
বহ্নুৎসব করে
হিংসার আগুন তোর আর কত জালবি!
হে, অদেখা স্বত্ত্বা, আর কত খেলবি?
কি যে গুড় লাগালি
কি যে বোমা ফাটালি
জল-পানি লড়ে যায়
চারিদিকে হায়! হায়!
জান যায় মান যায়
সবে চায় বুঝতে
মন দিয়ে খুঁজতে
আর কবে কোথা তুই কোন বিষ ঢালবি?
হে, অদেখা স্বত্ত্বা, আর কত খেলবি!
(নভেম্বর ২০২৩,ঢাকা।)
Subscribe
Login
0 Comments
Oldest