আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব)
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল নামে অঝোর ধারায়,
নদী মাঠ খাল বিল জলে ভরে যায়।
অম্বরে অম্বরে সাজে ঘনমেঘ কালো,
ঘন ঘন দেখা যায় বিদ্যুতের আলো।
ঝমা ঝম বৃষ্টি নামে মুষল ধারায়,
মাঠেঘাটে জল বহে গাঁয়ের রাস্তায়।
চারিদিকে দেখি শুধু জল আর জল,
মাঠে মাঠে চাষ করে চাষীদের দল।
অজয় নদীতে দেখি প্রবল প্লাবন,
দুইকূল ভাঙে নদী করিছে গর্জন।
ঘোলাজলে ঘরবাড়ি সব ভেসে যায়।
এপারে ওপারে গ্রাম সকলি ভাসায়।
আষাঢ়ের কালো মেঘ করিছে গর্জন,
বৃষ্টি নিয়ে কাব্য লেখে শ্রীমান লক্ষ্মণ।
Subscribe
Login
1 Comment
Oldest