আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
278 total views
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল নামে
জল ঝরে অবিরাম,
অজয়ে এসেছে বান
জলে ভাসে সারাগ্রাম।
এপারেতে বৃষ্টি নামে
মেঘ ডাকে কড় কড়,
এপারেতে মাটি কাঁপে
গাছ ভাঙে মড় মড়।
মাঝনদী থেকে মাঝি
তরী আনে কিনারায়,
ঘাট থেকে যাত্রী সব
নিজ গাঁয়ে ফিরে যায়।
মেঘ ডাকে জল পড়ে
ভরে যায় জলাশয়,
আষাঢ়ে বাদল ঝরে
পথঘাট কাদাময়।
দিঘি পাড়ে হাঁসগুলি
জলে ভিজে বরষায়,
ঘন ঘন ডাকে মেঘ
বিদ্যুল্লতা চমকায়।
পথ ঘাট নদী মাঠ
সব জলে যায় ভরে,
আষাঢ়ের কালো মেঘে
সারাদিন জল ঝরে।
Subscribe
Login
0 Comments