আসল চিত্র
364 total views
৪+৪/৪+২
বন্ধু তুমি ভাবো যাকে
নয়তো সেজন মিত্র,
বিপদ আসলে দেখবে তুমি
সবার আসল চিত্র।
মেলামেশার সময় তবে
ভালোর সাথে চলো,
ভালো বন্ধু পাওয়া কঠিন
এই কথাটা বলো।
জগৎ জুড়ে মুখোশ পড়ে
আছে সবাই তবে,
মনের মতো আপন বন্ধু
পাবে তুমি কবে।
আপন স্বার্থের আঘাত এলে
চিনবে তুমি লোকে,
আপন কথা ভাবতে ভাবতে
জীবন কাটে শোকে।
আপন স্বার্থ হাসিল করতে
ঘুরবে তোমার পিছু,
স্বার্থ হাসিল হলে পরে
দাম দিবে না কিছু।
রচনাকালঃ
০৯/০৮/২০২১
Subscribe
Login
0 Comments