ঈর্ষাপদাবলী
সহজেই নিতে পারি ধানের ক্ষেতের ওপর তার বয়ে যাওয়া
সে যে স্বপ্নের ফসলের উপযোগী মৌসুমী হাওয়া!
আমার ভালোবাসার পাশেও সব সময়ে কেন সে?
কেমন করে আমি পাই সুখ ও স্বস্তি, থাকি বা হরষে?
লুটেরা মৌসুমী বাতাস আমার কমরেডকে নিয়ে ওড়ে
সেই কবে থেকে, দেখে আমার ভেতরটা জ্বালাপোড়া করে।
বেপরোয়া মৌসুমী, আর কত উড়বে তাকে নিয়ে না জানি!
আমি শুধু নিজের ভালোবাসা বুঝি, একমাত্র হৃদয়কে মানি।
সেই কবে থেকে অভ্যাসে,বামপথে, রটনা ও খবরে
ওরা পাশাপাশি, শত বাধার মুখেও থাকে হাত ধরে।
তাতে নিয়ম ভেঙে বেড়ে যায় আমার বিরহের তাপ।
কে রায় দেবে ভালোবাসায় ঈর্ষা থাকা পুণ্য না পাপ!
আমার নিজস্ব দেব আমার হৃদয়ের কথা সব জানে
তারপরেও মৌসুমী বায়ুর সাথে কথা বলে কানেকানে।
আমি অসহ্য দেখি, মিছিলে অ-মিছিলে তার পাশে মৌসুমী বায়ু
দেখেবুঝে নিশ্চিত কমতে থাকে আমার মাপামাপা আয়ু।
*
Subscribe
Login
0 Comments
Oldest