উত্তর জানা কঠিন
258 total views
আমার হৃদয় কাঁদে এই ভেবে
জীবনের প্রতিশোধ মৃত্যুতেই শেষ-
সকল ব্যথার অশ্রু লুকানো যায়
কিন্তু মৃত্যুর অশ্রু লুকানো যায় না।
আমি বাঁচার অনুভব করি
সকল মানুষের অজানা দুঃখে
মৃত্যুকে দেওয়ার মতো
আমাদের আছে’শূন্য’।
কঠিন থেকে কঠিন হতে
সময় লাগে কত বছর!
মানুষের ঋণের দেনা
জানি হয় না পূর্ণ।
এক এক করিয়া
চলে যাবো আমরা সবাই
অচেনা এক মৃত্যুর দেশে
পৃথিবীর সীমানা ছেড়ে।।
01/07/21
Subscribe
Login
0 Comments