এই ঘরে
কাঠের চেয়ার, পাশে টেবিল ।
ওপরে ফুলদানিতে রাখা ফুল রঙিন ।
পাশে তার ছোটো বইদানি ,
বইয়ে ফুলফিল ।
দরজার ধারের দেওয়ালে এক
জানালা মস্ত,
ঘন ঘন লোহায়।
তা দিয়ে বাতাস বয়, সকাল সন্ধ্যায় ।
টেবিলে থাকা পাতার ওপর,
সবসময় কলম এক লেখে এই ঘরে ।।
Subscribe
Login
0 Comments
Oldest