একাই ফোঁটে, ঝরার জন্য
এই ছেলেটা,
আমার দিকে,
ওমন করে,
দেখিস কেন?
তখন আমার,
বুকের ভিতর,
কিসের যেন,
লাগে ভালো।
কি জানি কি,
হয়’যে মনে,
ভালো থাকি,
তোকে দেখে।
সন্ধ্যে নামে,
সামনে আমার,
হালকা গন্ধ,
বকুল ফুলে।
তোরও এমন,
হয়’কি মনে?
আমার চোখে,
চোখটা রেখে,
নিরুদ্দেশে,
যাবি তবে,
দুজনাতে,
একই সাথে।
নামটা যে তোর,
খুবই ভালো,
‘আকাশ’ আমায়,
ডাক দিয়েছে।
ছোট্ট আমার,
মনের ডানায়,
ভাসবো খালি,
তোরই গায়ে।
আচ্ছা বলতো,
অনেক পরে,
বকুল গাছটা,
বড় হলে,
রাখবি মনে,
আমায় তবে,
ভুলে কি যাবি,
বিকেল ডাকে।
ভাবতে ভারী,
কষ্ট হয়’যে,
একলা আমি,
আছি বসে,
তুই’যে আমার,
বন্ধু ছিলি,
প্রেমিক হলি,
বকুল গন্ধে।
এই ছেলেটা,
হারালি কোথায়?
সামনে আমার,
একলা বিকেল,
প্রেমিক সেজে,
ছিলিতো ভালো,
একাই যে তুই,
হলি নিরুদ্দেশ।
এই মেয়েটা,
ডাকি একবার,
মনে হয়নি,
তোর কখনও?
বুকের ভিতর,
আমার মত,
হয়নি কষ্ট,
একটি বারও?
ভাবতে বসে,
এসব কথা,
সময়গুলো,
যায় হারিয়ে,
বকুল ফুলকে,
ভালোবেসে,
কি অপরাধ,
আমার তবে!
রাত্রি নামে,
নিজের মনে,
কি আসে যায়,
আমার জন্যে?
রাত্রি, সকাল,
দুপুর, বিকেল,
আগে যেমন,
একই আছে।
তবে আমার,
চোখের তারায়,
ঝাপসা কেন,
সব মুছে যায়।
ভালোবাসার,
গাছের তলায়,
ঝরা ফুলে,
কি বলে যায়।
এই ছেলেটা,
আর একটি বার,
যা দেখে যা,
আমাকে নয়।
ঝরা বকুল,
কেমন করে,
একাই ফোটে
ঝরার জন্য।