এখন আর তোমায় ভালোবাসা হয় না
এখন আর তোমায় ভালোবাসা হয় না
এখন শুধু গোলাপ কিনে আলমারিতে জমিয়ে রাখি, অনেক…. অনেক গোলাপ।
এইভাবে চলতে চলতে যেদিন আমি মারা যাব সেদিন
শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গোলাপগুলো সব টাটকা হয়ে যাবে,
আমার শব রজনীগন্ধার ফুলে ভরে থাকলেও
গোলাপের গন্ধে ম ম করবে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest