কতদিন ….~পার্থ বসু
কতদিন…দেখিনি আমি
দুকূল ছাপানো জলে
তীরে বসে তার সেই চেনা গাং,
কতদিন পাইনি আমি
স্নিগ্ধ নিঝুম রাতে ভেসে আসা
সেই হাসনাহেনার ঘ্রাণ।
কতদিন হয়নি শোনা
পথে যেতে যেতে সেই
চেনা সুরে বাউলের গান,,
কতদিন দেখিনি আমি
দুলতে হাওয়ায় সবুজের খেতে
সেই সোনা ধান।
কতদিন হয়নি ভেজা
নিরালা দুপুরে অঝরে ঝরা
সেই বৃষ্টির জলে,,
কতদিন হয়নি চড়া
তাকে ফুল দেবো বলে
সেই কদমের ডালে।
কতদিন হয়নি চাওয়া
নীল নীলিমায় মুখ তুলে ঐ
সেই মুক্ত গগনের পানে,
কতদিন হয়নি গাওয়া
প্রিয় সে গানের কলি
আধো আধো গানে।
কতদিন দেখিনি আমি
নদীর স্রোতে ভেসে যেতে
সেই আনমনে কচুরিপানা,,
কতদিন দেখিনি আমি
আকাশের বুকে ঐ দল বেঁধে
বলকা রা মেলে দেয় ডানা।
কতদিন হয়নি হাটা
পায়ে পায়ে ধুলো মেখে
সেই চেনা মেঠো পথ ধরে,,
কতদিন দেখিনি তাকে…
হয়নি বলা জমানো সে কথা
কতদিন…….তারে।।