কবিতা – নিজস্ব সমুদ্র
নিজস্ব সমুদ্র
,,,,, আহমেত কামাল
খুঁতখুঁতে এক সকাল
গায়ে মাখছে
পারিবারিক শীত
গরাদে মরচে জল ফোঁটা ফোঁটা। এ যেন আমার আত্মারই
অগ্রিম অশ্রুবিন্দু
সব উৎসব জমা রেখে
হেঁটে যাচ্ছি,, সড়ক স্বাবলম্বী করে
নিজস্ব সমুদ্রে
অথচ
আমাদের অনেক কিছুই বাকী ছিল
অনেক কথা
গান
পারিবারিক উষ্ণতা।
Subscribe
Login
0 Comments
Oldest