হেমন্ত
মন হারিয়ে ছুটছি একা
হেমন্তরি টানে,
লঘু হাওয়ায় গন্ধ ছড়ায়
মিষ্টি আমন ধানে।
ঊষা ক্ষণে কাস্তে হাতে
কৃষক ধানের ক্ষেতে,
সবুজ ক্ষেতে হলুদ ফসল
কাটবে শুধু হেসে।
হেমন্তরি এক মুঠো রোদ
ইচ্ছে গায়ে মাখি,
মৃদু হাওয়ার তীক্ষ্ণ বেগে
শিতল আমার আঁখি।
দ্বিপ্রহরে উষ্ণ রোদে
হৃদয় লাগে ছোঁয়া,
স্নিগ্ধ ঘাসে চরণ মেলে
কাটাই দুপুর বেলা।
শিউলি বকুল ঘ্রাণ ছড়ায়
ছড়ায় গন্ধরাজে,
এসব ফুলের গন্ধ শুধু
হেমন্তরি সাজে।
খেজুর গাছের কান্ড তে রস
প্রকৃতির এক শোভা,
হিমের মাঝে তপ্ত রোদে
পিঠা পুলির মেলা।
কুয়াশা ছাওয়া সকাল আর
শিশির ভেজা ঘাস,
হেমন্ত নই এ জেনো এক
শিতের পূর্বাভাস।
Subscribe
Login
0 Comments
Oldest