Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কবির মৃত্যু নেই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

আর কবিতা লিখে উঠতে পারিনা।

তবু লেখার কলম একলা ছেড়ে যেতে পারিনা।

যদিও নিঃশ্বাসের উচ্ছ্বাস বুকের পাঁজর ভেঙে শব্দেরা

উদ্বাস্তু আঙুলের স্পর্শ নিতে আর উৎসাহী নয়।

কবিতার খাঁচার ভেতর আকাশ তেমন নয় বলে…

এক এক করে শব্দেরা ঘর ছেড়ে চলে যায়

নিজের নিজের মৌচাকের বাসিন্দায়

গুঁজে অজস্র সখ্যতার শর্ত বালিশের তলায়।

রোজ দু’বেলা শব্দ খুঁজে বেড়াই   …

এখানে সেখানে সাজোর বিলাসে। জ্যোৎস্নার আঁচে।

প্রেয়সীর সহবাসের গন্ধে। সকালের অগোছালো বিছানায়।

বাসি কাপড়ের কোঁচড়ে।ঘরদোরের ধুলোঝড়ে ।এঁটো বাসনে।

উঠোনে পড়ে থাকা রোদের উত্তাপে। চায়ের চুমুকে। চুপ চুম্বনে।

স্নানের নগ্নতায় । প্রণামের আঙুলে। সংকোচের  কাঁচে।

আড়ালে বুকভারি বারবনিতার দোরে। নির্বিশেষে ‘ইউজ মি’ ডাস্টবিনে।

প্রকৃতির দু’হাত ছুঁয়ে যায় আমার কবিতার শেষ পাতা।

রেখে যায় তার চোখের দৃষ্টির ছাপ। স্পর্শটুকুর অধিবাস।

নিঃশব্দতার নির্নিমেষ কোলাহলে জানিয়ে যায় দুর্দিনে

দুর্যোগে প্রতিবাদী হও। না হলে তোমার একদিন সর্বনাশ।

বৃষ্টি এসে ধুয়ে যায় কথার নিমিষহারা সোহাগ।

কবিতা সুখে আছে। জীবনের আরো কিছু খোয়াক মেনে।

আমি আজও শব্দ খুঁজে বেড়াই  কবির মৃত্যু নেই জেনে।

 

 

0

Publication author

1
জন্ম ২৬ আগস্ট , পশ্চিমবাংলার মালদা জেলায়। পিতা স্বর্গীয় বীরেন্দ্র কুমার দাস। মাতা স্বর্গীয়া সিন্ধু দাস।
প্রাথমিক শিক্ষা সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। তারপর কলকাতা। পদার্থ বিজ্ঞানের স্নাতক হয়েও সাহিত্যানুরাগী ছিলেন। পরবর্তী সময় অডিট / কমার্শিয়াল লজিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। যদিও ছেলেবেলার নস্টালজিয়া সব লেখা বয়সের সঙ্গে ধরে রাখতে পারেননি । পেটের দায়ে এবং সংসার সামলাতে কবিতা লেখার থেকে কিছুকাল নিজেকে সরিয়ে রাখলেও আবার ফিরে আসেন স্বমহিমায়।
ইদানীং আবার লেখা শুরু করেছেন নিত্য পুজো আর্চার মতো। দেশ বিদেশের বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। তিনি হিন্দি এবং ইংরেজিতেও লেখালেখি করেন। বর্তমানে মুম্বাইতে বাস করেন।



প্রকাশিত কাব্যগ্রন্থঃ
এখন আমি একা / জরায়ুজ / নিকুচি করেছে কবিতা / কবির শেষ পাতা / তবু ভালো দুঃখ দিও (গীতিকবিতা) / জীর্ণ ব্যথার মুখবন্দী কথা (পকেট বুক) / বিকাশ দাসের নির্বাচিত কবিতা / ঈশ্বর এবার খেটে খা / মৃত্যুর জন্য কবিতা দায়ী।
কুমারী গর্ভকোষ (ই-বুক) / বাছাই বিকাশ (ই-বুক)
Comments: 0Publics: 3Registration: 04-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।