প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কাব্য
হাকিকুর রহমান

কাব্যকে জিজ্ঞাসিলাম-
ওহে কাব্য,
তোমার কি কোন পরিধি আছে?

সে সহাস্যে উত্তরিল-
আমি ব্যাপ্তিত,
কোন সীমানা-প্রাচীরের অভ্যন্তরে রহিনা-
কোন সংকীর্ণতায় ভুগিনা,
জীর্ণতার আঁচড় পড়েনা
আমার দেহে।

সময় আমাকে সীমাবদ্ধ করেনা।

তবে, আমার চিত্ত পিপাসিত,
অনাগত ভবিষ্যতের পানে
ছুটে চলি, নিরন্তর-
বাঁধা-বন্ধনহীন ভাবে।

স্থান-কাল-পাত্র, আমাকে
দমিত করিতে পারেনা, কোনমতেই।

আমি বিস্মরণের খেয়ায় ভাসিনা-
দৃঢ় পদে এগিয়ে যাই,
মহাকালের পানে।

নহি আমি কোন বিভ্রান্ত পথিক,
নিজের গন্তব্য, চিনিতে পারিহে সঠিক।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।