কৃতঘ্ন ভাই
যারে আমি মুক্ত করছি সে আকাশে উড়ে
আমার মাথায় উঠে এখন আমাকে ঠোঁকরে,
যার বিপদে কেউ ছিলো না ছিলাম আমি জুড়ে
সে এখুনি আঁধার রাতে গলা চাপতে ধরে।

যে ভয়েতে ঘুমের ঘরে ঘুম হতো না তার
দূর করেছি ঘুমের কষ্ট বিনিময় কী দেবে,
যারা তারে কষ্ট দিত সবাই আজ স্বজন
আমি আছি তার ভয়েতে কাঁপছি তাকে ভেবে।
পরে যখন বুকের উপর লাথি মারে তবু সহ্য করি
রক্তে যখন বেইমান হয় কেমনে সইতে পারি
রক্তের উপর রক্তের খেলা পাষাণ এজিদ রুচি
এই রক্তটি রক্ত যে নয় বিরক্ত তার- ছড়াছড়ি।
উপকারীর এই প্রতিদান হয়ে যদি থাকে
কে উপকার করতে যেত ভাবছি দুঃখকষ্টে
হায়রে মানুষ বেইমানের ঐ মুখোশ খুলে দে-
তোর কপালে শেষ আছে কি জানিনা অদৃষ্টে।

Subscribe
Login
0 Comments