কৃতঘ্ন ভাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

যারে আমি মুক্ত করছি সে আকাশে উড়ে
আমার মাথায় উঠে এখন আমাকে ঠোঁকরে,
যার বিপদে কেউ ছিলো না ছিলাম আমি জুড়ে
সে এখুনি আঁধার রাতে গলা চাপতে ধরে।

যে ভয়েতে ঘুমের ঘরে ঘুম হতো না তার
দূর করেছি ঘুমের কষ্ট বিনিময় কী দেবে,
যারা তারে কষ্ট দিত সবাই আজ স্বজন
আমি আছি তার ভয়েতে কাঁপছি তাকে ভেবে।

পরে যখন বুকের উপর লাথি মারে তবু সহ্য করি
রক্তে যখন বেইমান হয় কেমনে সইতে পারি
রক্তের উপর রক্তের খেলা পাষাণ এজিদ রুচি
এই রক্তটি রক্ত যে নয় বিরক্ত তার- ছড়াছড়ি।

উপকারীর এই প্রতিদান হয়ে যদি থাকে
কে উপকার করতে যেত ভাবছি দুঃখকষ্টে
হায়রে মানুষ বেইমানের ঐ মুখোশ খুলে দে-
তোর কপালে শেষ আছে কি জানিনা অদৃষ্টে।

 

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।