কোথায় যেন দেখেছি, প্রশ্ন কর আমাকে।
214 total views
অদ্ভুত, অদ্ভুত খেয়াল আসত,
তোমার জন্যে বার, বার,
কখনও থাকতে ইচ্ছে করে,
আবার কখনও হারিয়ে যেতে।
কখনও ইচ্ছে করত একছুট্টে,
মনে করিয়ে দিই তোমায়,
আমার জন্য অপেক্ষা কর,
রজনীগন্ধার দল বেড়ে উঠছে।
কিন্তু খেয়ালগুলো যখন আসে,
খেয়ালগুলো নিজের করে না।
তাদের নাম যে, ‘খেয়ালি’।
ঘূর্ণি হাওয়ার মত কখন, কোথায় যে থাকে?
রজনীগন্ধা বড় হলে পর,
জিজ্ঞাসা করে মশাই চিনেছো?
তুমি হয়তো’বা ভুলে গেছো,
কোথায় যেন দেখেছি, প্রশ্ন করো আমাকে।
Subscribe
Login
0 Comments