কোন খেয়ালে ধরল আজ তোকে?
আমরা সবাই, অংশুপানা,
জংলাপানা, এক, একজন।
নাম কি ছাই আর মনে থাকে,
এত ভিড়ের মাঝখানে।
বেশ’তো চলে, আগডুম, বাগডুম,
বছরভর গড়িয়ে।
সভ্য হই, পা গলিয়ে,
মিথ্যে-জুতো দু’পায়ে।
মসমসিয়ে চলেছি এখন,
বহালতবিয়তে কেমন!
নামটা সবাই দিয়েছে, আমায়,
প্রনাম নেবেন, মহারাজ।
আয়রে আমার,পাংশুখানা,
তোর’যে নাম পাঁচু।
দিব্যি ছিলি, হাত-হাভাতে,
কোন খেয়ালে,ধরল আজ তোকে?
Subscribe
Login
0 Comments
Oldest