গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা এই গাঁ আমার জন্মভূমি মা (চতুর্থ পর্ব)
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি মাটিতে ফলে সোনা
এই গাঁ আমার জন্মভূমি মা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে স্নেহছায়া আছে যে মাটির মায়া
গাঁ আমার মায়ের সমান,
পূবদিকে রবি উঠে ফুলশাখে ফুল ফুটে
প্রভাতপাখিরা গাহে গান।
আমাদের ছোট গাঁয়ে সবুজ তরুর ছায়ে
আছে কত মাটির কুটির,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
এসে থামে অজয়ের তীর।
এ গাঁয়ের মাঝখানে মুদির এক দোকানে
সারাদিন বেচাকেনা চলে,
কেহ কিনে আটা চাল কেহ কিনে তেল ডাল
ক্রেতা সব আসে দলে দলে।
নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
গাঁয়ের বধূরা করে স্নান,
দিনশেষে বিকাল হলে সূর্য ঢলে অস্তাচলে
দিবসের হয় অবসান।
সাঁঝের আঁধার নামে মাঝরাতে এই গ্রামে
পথের বাঁকে ডাকে শেয়াল,
রাত্রি কাটে ভোর হয় পূর্বদিকে সূর্যোদয়
আসে এক নতুন সকাল।