“গ্রামখানি”
সুমধুর গ্রামখানি; ভিটে মাটি যাহা মোর
ছায়া ঘন তরু তার-ই অরন্য ঘনঘোর।
তারি ফাঁকে ফাঁকে ঘর; ঘন ছায়া ঘেরা
সুশীতল ভুমি তারি সুখী সবে মোরা।
গরু আছে আছে গোলা সোনা ফল সাধি
নিকানো সে অঙ্গনেতে তুলসির বেদি।
কর্তা-মা আছে তার জপ তার মালা
হরিবোল নাদ ধ্বনি দেয় দুই বেলা।
বার দিনে হরিলুট বাতাসা ও খুরমাতে
লুটে পুটে লই মোরা ভরে লই দুই হাতে।
ঘুঁটা দিয়ে জ্বলে চুলা আর খড়ি কাঠ
দিনে আলো রবি করে কুপি জ্বালা রাত।
পুকুরেতে নাই মোরা জলকেলি জলে
মাতোয়ারা মোর গ্রাম ফুল আর ফলে।
Subscribe
Login
0 Comments
Oldest