চরাচর
চরাচর
হাকিকুর রহমান
খন্ডিত গোলকে
স্তম্ভিত পলকে
ছাড়িয়া দীর্ঘনিশ্বাস,
ক্ষণিকের প্রতীক্ষায়
বিলম্বিত তিতিক্ষায়
কাড়িলো আত্মবিশ্বাস।
গন্তব্য অদৃশ্যমান
ধর্তব্য অবর্তমান
সীমাবদ্ধ পরিসরে,
বাহুল্য আতিশয্যে
প্রলুদ্ধ কারুকার্যে
অবরুদ্ধ চরাচরে।
সময়ের ব্যবধানে
নির্বাসিত উপাখ্যানে
অঘটনের পুনরাবৃত্তি,
প্রাক্কলিত উন্নাসে
অনির্ধারিত বিন্যাসে
নির্বাসিত পূরাকৃর্তী …
Subscribe
Login
0 Comments
Oldest